খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

‘ইউথ ফর নেক্সট’র বিতর্ক প্রতিযোগিতা

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও নীতিভিত্তিক চিন্তাধারা বিকাশের লক্ষ্যে ‘ইউথ ফর নেক্সট’ এর উদ্যোগে স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খুলনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এবং রানার্সআপ সরকারি করোনেশন গার্লস হাই স্কুল খুলনা। শুক্রবার নগরীর সরকারি পাইওনিয়ার গার্লস হাই স্কুলে দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
‘১ম খুলনা ডিবেট ফেস্টিভ্যাল’ শীর্ষক এই আয়োজনের মাধ্যমে খুলনায় শিক্ষার্থীদের জন্য একটি নতুন বিতর্ক প্ল¬্যাটফর্মের সূচনা করে সংগঠনটি। প্রতিযোগিতায় নগরীর সরকারি করোনেশন গার্লস হাই স্কুল, সরকারি পাইওনিয়ার গার্লস হাই স্কুল, আযম খান কমার্স কলেজ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এবং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 
বিতর্ক প্রতিযোগিতার আয়োজক কমিটির সেক্রেটারি জেনারেল নাফিসা ইসলাম বলেন, তরুণদের বিশ্লে¬ষণী চিন্তা, নীতিনির্ধারণে আগ্রহ এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ‘ইউথ ফর নেক্সট’, এমইউএনসহ আরও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মানের শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের শেষে বিজয়ী ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রাইজ মানি, ট্রফি ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফিজিক্স এইড প্রতিষ্ঠাতা ও পরিচালক মেহেদী হাসান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী বিতর্কিক মোহাম্মদ আলী ফুয়াদ, ফারিহা জামান ও আহসান হাবীব।

্রিন্ট

আরও সংবদ