খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

কলারোয়ায় বাসের চাকায় পিষ্টে নসিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৬ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক রাকিবুল ইসলাম অপু (২১) নিহত হয়েছেন। শুক্রবার  সকাল ৭টার দিকে কলারোয়া উপজেলাধীন যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ইলিশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস কলারোয়া উপজেলাধীন যশোর-সাতক্ষীরা সড়কের ইলিশপুর গ্রামের বিল­াল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নছিমন চালক অপু ছিটকে রাস্তার উপর পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা অপুকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে কলারোয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও নসিমনটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। 
 

্রিন্ট

আরও সংবদ