খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:২৫ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় উদ্বোধন হলো স্প্রিং-২০২৬ এর এ্যাডমিশন ফেয়ার। শুক্রবার বেলা ১১টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ফিতা কেটে এ এডমিশন ফেয়ারের শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেল প্রফেসর কানাই লাল সরকার। 
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য সৈয়দ হাফিজুর রহমান, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, রেজিস্ট্রার ড, শেখ শফিকুর রহমান, আইকিউএসি’র পরিচালক মোঃ আনিসুর রহমান, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
উল্লেখ্য, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং-২০২৬ এর এ এ্যাডমিশন ফেয়ার চলবে ২৭ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ইউনিভার্সিটি সূত্রে জানা যায় ফেয়ার চলাকালীন সময়ে ভর্তি হলে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা।

্রিন্ট

আরও সংবদ