খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক রাজনীতির মূল দর্শন : শফিকুল আলম মনা

খবর বিজ্ঞপ্তি |
০১:২৬ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৬


খুলনায় তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর মুন্সিপাড়া জেলা স্কুলের সামনে বিশিষ্ট ব্যবসায়ী ও মানবতার সেবক সিরাজুল ইসলাম লিটনের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সদর থানা বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক সিরাজুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক খান মইনুল হাসান মিঠু, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মোহাম্মদ নাসিম হোসেন, মোহাম্মদ জাবেদ পারভেজ, রিফাত হায়াত খান আদর, সৈয়দ রিজভী সাদেকসহ ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম মনা বলেন, এই তীব্র শীতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের উচিত মানবিক বিবেচনায় এগিয়ে আসা। তিনি বলেন, বিএনপি সবসময় মানবিক রাজনীতিতে বিশ্বাস করে। মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকা আমাদের রাজনৈতিক দর্শনেরই অংশ। জনগণের সঙ্গে থাকাই বিএনপি’র রাজনীতির প্রধান শক্তি। কম্বল বিতরণ উদ্যোগের প্রশংসা করে তিনি আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগে যারা অসহায় মানুষের জন্য কাজ করছেন, তারা সমাজে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। এ ধরনের উদ্যোগ সমাজকে আরও মানবিক ও সংবেদনশীল করে তোলে। রাষ্ট্রের ভ‚মিকা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই দায়িত্ব যথাযথভাবে পালিত হচ্ছে না। ফলে সমাজের সচেতন ও বিত্তবান মানুষদের এগিয়ে আসা আজ সময়ের দাবি। তিনি তার বক্তব্যের শেষ অংশে বলেন, মানুষের পাশে থাকলেই রাজনীতি অর্থবহ হয়। ক্ষমতার রাজনীতি নয়, জনকল্যাণমূলক রাজনীতিই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে। সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম লিটন বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে শতাধিক অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

্রিন্ট

আরও সংবদ