খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

মনোনয়ন ফিরে পেলেন খুলনা-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মিঠু

নিজস্ব প্রতিবেদক |
১১:১৩ পি.এম | ১৭ জানুয়ারী ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু অবশেষে মনোনয়ন ফিরে পেয়েছেন। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি মনোনয়ন ফিরে পেলেন।

নির্বাচন কমিশন থেকে প্রেরিত একপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলাদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ কর্তৃক নির্বাচন কমিশনে গত ৫ থেকে ৯ জানুয়ারি আপীল দায়েরের দিন ধার্য ছিলো। উক্ত তারিখে দায়েরকৃত আপিল আবেদনের মধ্যে গত শুক্রবার ১৬ জানুয়ারি ৪৮১৫১০নং আপিলসহ পেন্ডিং থাকা ১৩টি আপিলের মধ্যে শুনানী গ্রহণ করে কমিশন ১৮টি আপিল আবেদন মঞ্জুর করেন। দায়েরকৃত আপিল নামঞ্জুর হওয়ায় প্রার্থীদের প্রার্থীতা যথারীতি বহাল থাকবে। এই আদেশে খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু তার মনোনয়ন ফিরে পেয়েছেন। 

্রিন্ট

আরও সংবদ