খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা সদর থানার আহবায়ক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৬


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার অন্তর্গত সদর থানা কমিটি গঠনের লক্ষে এক মতবিনিয়ম সভা আর্য্য ধর্মসভা নাট মন্দির প্রাঙ্গনে গত শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ঐক্য পরিষদ সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহার পরিচালনায় বক্তৃতা করেন সহ-সভাপতি সমর কুন্ডু, দেবনারায়ন দাস, মহানগর নেতৃবৃন্দ বিপুল চন্দ্র পোদ্দার, নিলয় মুখার্জী, খ্রিস্টান এ্যাসোসিয়েসনের খুলনা সাধারণ সম্পাদক মিঃ গ্যাব্রিয়েল বিশ্বাস, বিশ্বজিৎ দে সরকার, সাগর সাহা, নিতাই বিশ্বাস, সনাতনী জাগরণ জোটের মৃনাল বিশ্বাস, ননী দাস, সুকদেব ঘোষ, এড. বিধান ঘোষ, তপন চক্রবর্তী, মৃনাল পাল মিন্টু, রতন দাস, উত্তম গোলদার, সঞ্জয় রানা।
আলোচনা শেষে ৬১ সদস্য বিশিষ্ট খুলনা সদর থানা ঐক্য পরিষদের আহŸায়ক কমিটি গঠন করা হয়। আহŸায়ক চিন্ময় সাহা রাজু, যুগ্ম-আহŸায়ক মিঃ গ্যাব্রিয়েল বিশ্বাস, যুগ্ম-আহŸায়ক মানস কুমার রায়, সদস্য সচীব অভিমুন্য জয়, সদস্য প্রবীর দাস খোকন, বরুন দত্ত, তাপস কুমার দে, নৃপেন্দ্র কুমার ভদ্র, রঞ্জন সাহা, রামকৃষ্ণ মোহন্ত, প্রদীপ কুমার সাহা, প্রভাত মজুমদার, খোকন দাস, নীলকান্ত ঘোষ, উজ্জ্বল সাহা, পলাশ হালদার, সৈকত বর্মন, অরুনাভ মজুমদার রোমেল, শুভজিৎ কুন্ডু, বিমল চন্দ্র ঘোষ, অশোক সাহা, অশোক শীল, সৌরভ ঘোষ সনি, কৃষ্ণপদ সরকার, রবীন দাস, বিপ্লব পোদ্দার, শংকর সাহা, জয়ন্ত রায়, সুকান্ত, মদন দাস, মৃত্যুঞ্জয় দাস, বিষ্ণু সরকার, শ্যামল শীল, রাজেস সাহানী, লিটন ব্রহ্ম, প্লাবন রায়, প্রশান্ত দত্ত, গৌর চন্দ্র দাস, হরিপদ দাস, খোকন চন্দ্র শীল, রাজিব ঘোষ, সিদ্ধার্থ শংকর সাহা, সাগর কুন্ডু, নিলয় কুমার সাহা, বিশাল সাহা, মনতোষ কুমার ভদ্র, ইন্দ্রজিৎ কুমার পাল, সঞ্জয় দেবনাথ, মানিক শীল, গৌরব দাস, জয় সাহা, তারক সাহা, শ্যামল পালিত, অসিত সাহা, শ্যামল মন্ডল, অরুন কান্তি রায়, সনৎ নন্দী, সমীর রায়, দ্বীপ পাল, তনয় রায়, অর্জুন কুমার ধর প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ