খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২

এমইউজে-বিএফইউজের শোক

সিনিয়র সাংবাদিক নেতা সোহরাব হোসেনের ছোট বোনের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৫ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক নির্বাহী সদস্য দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান  সোহরাব হোসেনের ছোট বোন জাহানারা খাতুন (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। প্যারালাইসডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ^রীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  
সাংবাদিক নেতা সোহরাব হোসেনের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। 
 

্রিন্ট

আরও সংবদ