খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

উঠান বৈঠকে-অধ্যাপক মাহফুজুর রহমান

কর্মসংস্থান ভিত্তিক উন্নয়ন ছাড়া সামাজিক স্থিতিশীলতা সম্ভব নয়

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগর আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান শিল্পকারখানা পুণরায় চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, শিল্পকারখানা পুনরায় চালু করা ছাড়া এ অঞ্চলের বেকারত্ব নিরসন সম্ভব নয়। কর্মসংস্থানভিত্তিক উন্নয়ন ছাড়া সামাজিক স্থিতিশীলতা সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন দাঁড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দর্শনের সঙ্গে স্থানীয় মানুষের প্রত্যাশার সামঞ্জস্য রয়েছে এবং নির্বাচিত হলে এসব বিষয় সংসদে নীতিগতভাবে উত্থাপন করা হবে।
গতকাল শনিবার দিনব্যাপী খুলনা-৩ সংসদীয় আসনের অন্তর্গত যোগিপোল ৬নং ইউনিয়নের জাবদিপুর ও তেলেগাতি গ্রামের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে উঠে এসেছে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ এলাকার দীর্ঘদিনের অচলাবস্থা, বন্ধ মিল কারখানা এবং ক্রমবর্ধমান বেকারত্বের বাস্তব চিত্র। স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণে এই উঠান বৈঠকটি জনসংলাপটি সা¤প্রতিক সময়ে খুলনা-৩ আসনে রাজনৈতিক তৎপরতার একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। জনসংলাপে স্থানীয় বাসিন্দারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন সোনালী জুট মিলস্ লিমিটেড ও এ্যাজাক্স জুট মিলস্ লিমিটেড দীর্ঘদিন ধরে বন্ধ থাকার বিষয়ে। 
শিল্প সংকটের পাশাপাশি স্থানীয়রা রাস্তা-ঘাটের ভগ্নদশা, জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানির অভাব, সরকারি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় দৌলতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যোগিপোল ৬নং ইউনিয়ন আমীর ইসমাইল হোসেন পারভেজ, সেক্রেটারি এম ইসলাম, খেলাফত মজলিসের সেক্রেটারি এস এম আনিসুর রহমান, যোগিপোল ৬ নং ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি নাইম ইসলাম, ২নং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সেক্রেটারি রবিউল ইসলাম, ৬নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারি মোঃ ইয়াসিন শেখ, ৬নং ওয়ার্ড মহিলা জামায়াতের সেক্রেটারি নাহিদা সুলতানা পান্না, ৬নং ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি খালিদ হাসান, ৭নং ওয়ার্ড যুব বিভাগের সদস্য সচিব মিজানুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুব বিভাগের আহবায়ক আশরাফুল ইসলাম, সালমা, ফাতেমা জোহরা, আবু সুফিয়ান, আহমেদ আরমান, নূরে আলম, লিমন, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, জীবন, আসিফ, রানা, মহিউদ্দিন, চৌধুরী ইসলাম, সিয়াম হাসান, মামুন, রাজ্জাক, শিপনসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের কর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় নারী-পুরুষ জনসংলাপে অংশ নেন।

্রিন্ট

আরও সংবদ