খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

দিনাজপুরে হত্যার অন্যতম আসামি খুলনায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৯ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৬


খুলনায় র‌্যাবের বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বীরগঞ্জে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার ঘটনায় জড়িত অন্যতম পলাতক আসামি আবু বক্কর ওরফে বাদশাকে গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন সাথী বেগমের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।
র‌্যাব জানায় গত ১২ ডিসেম্বর রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন চৌপুকুরিয়া গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দানিউল ইসলামকে (৫৬)গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ সুলতানা রাজিয়া বাদী হয়ে বীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ও র‌্যাব-১৩ খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন সাথী বেগমের চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। তদন্তে প্রাপ্ত প্রধান সন্দিগ্ধ আসামি আবু বক্কর ওরফে বাদশাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে দিনাজপুরের থানায় নিয়ে যাওয়া হয়।

্রিন্ট

আরও সংবদ