খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে মঞ্জু

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৬


সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের জন্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মন্তব্য করে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছন, দীর্ঘ কারাবাস ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কখনো প্রতিহিংসামূলক মনোভাব প্রকাশ করেননি তিনি। স্বাধীন সাংবাদিকতা ও নীতিনিষ্ঠাকে সম্মান করার পাশাপাশি রুচিশীলতা, মার্জিত নেতৃত্ব ও উদার দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশের রাজনীতিতে অনন্য খালেদা জিয়া। তাঁর অবদান দেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
গতকাল শনিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক সংলাপে অংশগ্রহণ করেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। দুপুর ১২টায় বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎ সমিতির আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যবসায়ী নেতা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। বাদ জোহর হার্ডমেটাল গ্যালারী হার্ডওয়ার এন্ড মেশিনারী মার্চেন্ট এসোসিয়েশনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন নজরুল ইসলাম মঞ্জু। দোয়া পরিচালনা করেন ফেরদৌস আহমেদ। বাদ আছর ৩১ নম্বর ওয়ার্ড লবণচরা রাইস মিল ও চিড়ামিল মালিক সমিতির আয়োজনে ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং এইচ এম আসলাম হোসেনের পরিচালনায়  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি বলেন, বেগম জিয়া সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন। বাংলাদেশকে ভালো রাখতে হলে তাঁকে নিজের মধ্যে ধারণ করা করতে হবে। তিনি মানুষের হৃদয়ে ছিলেন এবং হৃদয়ে থাকার কারণেই তাঁর জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত কান্না দেখা গেছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দা নার্গিস আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মোঃ রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ আব্দুর রশিদ, মহিবুজ্জামান কচি, আনোয়ার হোসেন, শের আলম সান্টু, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, শমসের আলী মিন্টু, ইশহাক তালুকদার, আব্দুল মতিন, মেশকাত আলী, মহিউদ্দিন টারজান, জি এম রফিকুল হাসান, এড. হালিমা খাতুন, আফসার উদ্দিন মাস্টার, মাজেদা খাতুন, আমিন উদ্দিন, ইকবাল হোসেন, শহীদ খান, শামীম খান, কে এম সেলিম, মোস্তফা কামাল, মোল্লা ফিরোজ, আবুল বাসার, হুমায়ুন কবির, বাবুল রানা, মনিরুল ইসলাম মাসুম, কামাল উদ্দিন, সাইমুন ইসলাম রাজ্জাক, নাজমুল হাসান নাসিম, মাসুদ খান বাদল, সুলতান মাহমুদ সুমন, সাখাওযাত হোসেন, আল বেলাল, রব মাস্টার, গৌরাঙ্গ, মানিক পাটোয়ারী, মিজানুর রহমান, কামরুল আলম খোকন, রবিউল ইসলাম বিপ্লব, শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম লিটন, আক্তারুজ্জামান আক্তার, মুশফিকুর রহমান অভি, মামুনুর রহমান, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, শামীম রেজা, রাজিবুল আলম বাপ্পি, রবিউল আলম, মাহমুদ হাসান মুন্না, মামুনুর রহমান রাসেল, আল আমিন, আশিকুর রহমান রাসেল, রাজু আহমেদ রাজ, নাজমা আক্তার, মেহেদী হাসান, মাসুদ রুমী, রাইসমিল মালিকগণ-নাসির হোসেন, শাহজাহান, মনিরুজ্জামান, মোঃ মহসীন, মোস্তাফিজুর রহমান, বি এম নেতা আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন দুলাল, মতিউর রহমান, আলাউদ্দিন, ইয়াকুব পাটোয়ারী, মেহেদী, হাসানুজ্জামান, শুকুর আলী, মোকলেছুর রহমান, আব্দুল হান্নান, বাবুল হোসেন, জাহাঙ্গীর মোল্লা, জাকির হোসেন, এজাজ মোল্লা, জামাল হোসেন ভ‚ট্টো, সিদ্দিকুর রহমান, পারভীন বেগম, জাহেদা বেগম, বিনা আকতার, জাহিদ প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ