খুলনা | রবিবার | ১৮ জানুয়ারী ২০২৬ | ৫ মাঘ ১৪৩২
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ! সমস্যা সমাধানে ভিডিও কনফারেন্সের পর ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মিটিংও করেছেন আইসিসির প্রতিনিধিরা। তবে সুনির্দিষ্ট কোন সমাধান দিতে পারেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি না মানলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা পুনর্বিবেচনা করবে পাকিস্তান। এমন প্রতিবেদনই প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ এনে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া। জনগণের তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয় কলকাতা। এমন পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। জবাব পাওয়ার পর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং প্রতিবেদনের লিংকসহ দ্বিতীয় দফায় আইসিসিকে চিঠি দেন আমিনুল ইসলাম বুলবুলরা। সমস্যা নিরসনে কদিন আগে ভিডিও কনফারেন্সে বিসিবির সঙ্গে বৈঠকও করেছে আইসিসি।
যেখানে বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করেন আইসিসির প্রতিনিধিরা। যদিও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ। এমতাবস্থায় সমস্যা সমাধানে ১৭ জানুয়ারি ঢাকায় এসেছিলেন আইসিসির অ্যান্টি করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।
রাজধানীর পাঁচ তারকা হোটেলে আইসিসির প্রতিনিধির সঙ্গে বৈঠক করে আবারও ভারতে না যাওয়ার কথা জানিয়েছেন বিসিবির কর্তারা। ভেন্যু স্থানান্তর ইস্যুতে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান।
এদিকে ঢাকায় হওয়া বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের আলোচনাও হয়েছে। গুঞ্জন রয়েছে ‘বি’ গ্রুপ থেকে আয়ারল্যান্ডকে ‘সি’ গ্রুপে দেয়া হবে এবং তাদের জায়গায় ‘বি’ গ্রুপে দেয়া হবে বাংলাদেশ। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা পরিষ্কার ও চূড়ান্ত আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের সরানো হবে না। গ্রুপ পর্বে আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কাতেই খেলছি।’
খেলার মাঠে
প্রায় ১ দিন আগে