খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীর বাদামতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক ও নিবিড় আবাসিক বাড়ির মালিকবৃন্দ এ দোয়া মাহফিলের আয়োজন করে। গতকাল রবিবার বাদ এশা গফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী খানা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মীর কায়ছেদ আলী, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। কেডিএ আল-আকসা জামে মসজিদের সভাপতি আব্দুল গাফফার মোড়লের সভাপতিত্ব এবং কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মিজানুর রহমান, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোলা সোহাগ হোসেন, আব্দুর রব মুন্সী, মোলা সোহাগ হোসেন, খুলনা মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল আলম মুন্সী, আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্টু, ইকবাল হোসেন মিজান, গোলাম কিবরিয়া, ডাঃ রইস উদ্দিন, যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পী ও মহিলা নেত্রী শাম্মী চৌধুরী মলি প্রমুখ।
আঞ্চলিক
প্রায় ৪০ মিনিট আগে