সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২

গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট সভা বুধবার

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ১৯ জানুয়ারী ২০২৬


আগামী ১২ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক এক কমিউনিটি ব্রডকাস্ট আলোচনা সভা আগামী বুধবার বিকেল তিনটায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এতে প্রধান অতিথি এবং পুলিশ কমিশনার মোহম্মাদ জাহিদুল  হাসান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার, খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হোসেন এতে সভাপতিত্ব করবেন। পরে এক  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার, খুলনার এ অনুষ্ঠানের আয়োজন করছে।
 

্্ট

আরও সংবদ