সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২

তালায় সড়ক দুর্ঘটনায় আহত মিরাজের মৃত্যু

তালা প্রতিনিধি |
১২:৩৩ এ.এম | ১৯ জানুয়ারী ২০২৬


তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মিরাজ হোসেন পাড় (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১০ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে উপজেলার একটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেল চালিয়ে মিরাজ হোসেন পাড় তার বন্ধু রাজু পাড় (২২)-কে পেছনে বসিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অবৈধ যানবাহন ‘আলমসাধু’র সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মিরাজের মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। অপর দিকে রাজু পারের একটি পা ভেঙে যায়।
দুর্ঘটনার পর প্রথমে আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিরাজ হোসেন পাড় মারা যান।
নিহত মিরাজ হোসেন পাড় জিয়ালা গ্রামের মিঠু পাড়ের ছেলে। তিনি পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিলেন। কিছুদিন আগেই তার বিয়ে হয়েছিল এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত¡া বলে পরিবার সূত্রে জানা গেছে। এছাড়া আগামী ২০ জানুয়ারি কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাওয়ার জন্য তার টিকিটও কাটা ছিল।

্্ট

আরও সংবদ