সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২

খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্যপরিষদের ধর্মঘটের ডাক

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ১৯ জানুয়ারী ২০২৬


ডিলার ও এজেন্টদের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ না করায় খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরী চলাচল ও তেল উত্তোলন বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল রোববার দুপুরে কাশিপুর মোড়ে ট্যাংকলরী ওনার্স ভবনে এক জরুরি সভায় এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন খুলনা বিভাগীয় ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, বিএসটিআই কর্তৃক অনুমোদিত প্রত্যকটি ট্যাংকলরীতে ৫০০ থেকে শুরু করে ৯ হাজার লিটার জ¦ালানি তেল লোড করার নিয়ম থাকলেও তেল ডিপোতে ডিলার ও এজেন্টদের চাহিদা মোতাবেক তেল সরবরাহ না করে নিজেদের ইচ্ছা অনুযায়ী তেল নিতে বাধ্য করা হয়। যা সাধারণ খুচরা বিক্রেতাদের ওপর চাপ পড়ে। বিএসটিআই এর ক্যালিব্রেশন অনুযায়ী পাঁচশ’ লিটার থেকে শুরু করে ৯ হাজার লিটারের মধ্যে ডিলার ও এজেন্টদের তেল সরবরাহ করার দাবি জানান নেতৃবৃন্দ। তাদের দাবি না মানলে ২০ জানুয়ারি (মঙ্গলবার) থেকে পদ্মা মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরী ধর্মঘট পালন করবে মালিক শ্রমিকরা। 
জরুরি সভায় সভাপতিত্ব করেন ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির কার্যকারী সভাপতি এম মাহবুব আলম। এ সময় বক্তৃতা করেন জ¦ালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোড়ল আব্দুস সোবাহান, ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সি, সাধারণ সম্পাদক আলী আজিম, মালিক সমিতির নেতা গাজী মামুনুর রশিদ, ফারুক দিদার, শেখ জাকির হোসেন, শেখ হুমায়ন কবির, কাজী রফিকুল ইসলাম নন্টু, মোঃ আল আমিন, মিজানুর রহমান মিজু, এমদাদুল হক ও শেখ আমানত আলী প্রমুখ।
 

্্ট

আরও সংবদ