সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বকুল

প্রতিটি নাগরিকের জন্য চালু করা হবে বিশেষ ‘হেলথ কার্ড’

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ১৯ জানুয়ারী ২০২৬


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক খুলনা-৩ আসনের ধানেরশীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই আসনে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। যা অত্র অঞ্চলের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন আনবে। এরসাথে প্রতিটি নাগরিকের জন্য চালু করা হবে বিশেষ ‘হেলথ কার্ড’। এই হেলথ কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের উন্নত ও মানসম্মত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করা হবে।
গতকাল রবিবার বাদ জোহর ১৪নং ওয়ার্ডের মুজগুন্নি আবাসিকের বকুলতলা ১নং সড়ক মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মেট্রোপুলিশ লাইন হাইস্কুল ইউনিট বিএনপি আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইউনিট বিএনপি’র সভাপতি (অবঃ) পুলিশ পরিদর্শক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ জাহিদ হোসেনের সঞ্চালনায় নাগরিক শোকসভায় উপস্থিত ছিলেন কেডিএ’র সাবেক সচিব বাশারুল কবির, ডাঃ হারুনর রশীদ, ইঞ্জিনিয়ার পরিমল কুমার দাস, প্রফেসর শেখ ফজলুর রহমান, খ্রিস্টান প্রতিনিধি জোহান মন্ডল, ব্যাংকার খালিদ বাবু, স্থানীয় মন্দির কমিটির সহ-সভাপতি সুভাষ নন্দী, সাধারণ সম্পাদক সঞ্জয় নন্দী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খুলনা মহানগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, খালিশপুর থানা মহিলা দলের আহবায়ক শাহনাজ সরোয়ার প্রমুখ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আবু সাঈদ। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

্্ট

আরও সংবদ