সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২

খুলনায় আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ পি.এম | ১৯ জানুয়ারী ২০২৬


কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা আবেদন গ্রহণ করেছেন আদালত।

আজ সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

খুলনার মূখ্য মহানগর হাকিম এর সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত মুফতী আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। এতে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

্্ট

আরও সংবদ