সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২

বটিয়াঘাটায় ‘গণভোট’ বিষয়ক জনসচেতনতামূলক সভা

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ২০ জানুয়ারী ২০২৬


বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গণভোট-২০২৬’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বটিয়াঘাটা পরিষদের মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে এ সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকার। তিনি তার বক্তব্যে গণভোট ২০২৬ সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং ভোট প্রদানে আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। সহকারী কমিশনার (ভূমি), মোঃ শোয়েব শাত-ঈল-ইভানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী। এছাড়াও সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, উপজেলা পর্যায়ের বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও সচেতনসহ অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। 
 

্্ট

আরও সংবদ