খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী এবং সাবেক বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ১৪নং ওয়ার্ড যুবদল নেতা আলী আকবর-এর উদ্যোগে আলোচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর খুলনা নগরীর খালিশপুর ১৪নং ওয়ার্ডের মুজগুন্নী আনসার উদ্দিন সড়ক মাঠে যুবদল নেতা আলী আকবর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শহীদ তিতুমীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী, ১৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হায়দার আলী তরফদার, সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, খালিশপুর থানা যুবদল নেতা মঈনউদ্দীন খান নয়ন, সুমন হাওলাদার, মোঃ নজরুল ইসলাম মৃধা। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকসুদুল হাসান বাপ্পী, সোহেল হাওলাদার, আজিজুর রহমান সজীব, আব্দুল হালিম, মোঃ হুমায়ুন কবীর, মাহমুদুল হাসান শুকুর, নুর ইসলাম হাওলাদার, মোঃ আমিন, ইমরান রনি শরীফ প্রমুখ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা কর দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কাইয়ুম।