সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২

রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া

রূপসা প্রতিনিধি |
১২:৪২ এ.এম | ২০ জানুয়ারী ২০২৬


মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া গতকাল সোমবার  বাদ মাগরিব পালেরহাট বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম মোল্লা।
উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক  এনামুল কবীর সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য মোল্লা এনামুল কবীর।
বক্তৃতা করেন জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবীর, মোল্যা বাশির আহম্মেদ, বিএনপি নেতা শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান বিপ্লব, যুব মহিলাদল নেত্রী মর্জিনা বেগম, সেলিম চৌধুরী, ইমতিয়াজ আলী সুজন, রনি লস্কর, গোলাম রহমান ঢালী প্রমুখ। 
 

্্ট

আরও সংবদ