খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৬ মাঘ ১৪৩২
ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গ্রামীণফোনের কর্মকর্তারা। সোমবার সকালে উপ-উপাচার্যের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নববর্ষ উপলক্ষ্যে গ্রামীণফোনের পক্ষ থেকে কেক কাটেন উপ-উপাচার্য।
শুভেচ্ছা বিনিময়কালে গ্রামীণফোনের পক্ষ থেকে কর্পোরেট পার্টনারশিপ আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি সহায়তায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, শাখা প্রধান (এস্টেট) এস এম মোহাম্মদ আলী, উপ-উপাচার্যের সচিব মোঃ শফিকুল ইসলাম।
গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব ইমার্জিং একাউন্টস (খুলনা) মুহাম্মদ রফিকুল ইসলাম, হেড অব ইমার্জিং একাউন্টস (ময়মনসিংহ) মোঃ দেলওয়ার হোসেন, প্রি সেলস্ এক্সপার্ট ইমার্জিং একাউন্টস তাহমিদ ইকবাল এবং কী একাউন্ট ম্যানেজার (বিজনেস সার্কেল, খুলনা) মোঃ জিয়াউর রহমান।