খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২
খালিশপুরে ইমারত শ্রমিকদের সঙ্গে মতবিনিমকালে মাহফুজ
নগরীর খালিশপুর থানা ইমারত শ্রমিক ইউনিয়ন (রেজি. ইং-২৫২০)-এর উদ্যোগে খালিশপুর বিআইডিসি শ্রমিক কল্যাণ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহানগর জামায়াতের আমীর ও খুলনা-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন. আপনাদের হাতেই দাঁড়িয়ে আছে দেশের ভবিষ্যৎ। কিন্তু দুঃখজনকভাবে সেই হাতগুলোকেই সবচেয়ে বেশি অবহেলা করা হয়। শ্রমিক মানে শুধু মজুর নয় শ্রমিক মানে সম্মান, নিরাপত্তা ও মানবিক মর্যাদা। শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি দেওয়ার যে শিক্ষা ইসলাম দিয়েছে, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শোষণ বন্ধ হবে না।
ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিতি ছিলেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, বুলবুল কবির, সিদ্দিকুর রহমান, নাসির উদ্দিন, বদরুর রশিদ মিন্টু, হাফেজ নাসরুল্লাহ, মুজাহিদুল ইসলাম বিপ্লব, তাজ মোহাম্মদ, সোহরাব হোসেন, মাসুদ রানা, বেবি জামান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় খালিশপুর অঞ্চলের অসংখ্য ইমারত নির্মাণ শ্রমিক ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।