সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২

চলন্ত গাড়িতে অসুস্থ কবি আব্দুল হাই শিকদার : খুলনার হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক |
০২:১৬ এ.এম | ২০ জানুয়ারী ২০২৬


খুলনা সফরকালে অসুস্থ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদারকে খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ঢাকা থেকে খুলনায় আসার পথে গাড়িতে থাকা অবস্থায় মাথা ঘুরে ঢলে পড়েন তিনি। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
খুলনা প্রেসক্লাবে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক উপলক্ষে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা ছিল তার।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো ইনচার্জ আহমেদ মুসা রঞ্জু জানান, সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদার ঢাকা থেকে খুলনায় আসার পথে গোপালগঞ্জ পার হওয়ার পর হঠাৎ মাথা ঘুরে গাড়িতে ঢলে পড়েন। দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
এদিকে বিএনপি নেতাকর্মী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা কবি আব্দুল হাই শিকদারের আশু আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
 

্্ট

আরও সংবদ