সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২

গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না: রকিবুল ইসলাম বকুল

খবর বিজ্ঞপ্তি |
০২:২১ এ.এম | ২০ জানুয়ারী ২০২৬


গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ছাড়া কোনো দেশ সঠিকভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। সোমবার সন্ধ্যায় দৌলতপুর থানাধীন ৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, একটি রাষ্ট্রের সুশাসন ও টেকসই উন্নয়নের জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকা অপরিহার্য। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইস্পাত কঠিন ও দৃঢ়চেতা নেতৃত্বই বিএনপি’র প্রতিটি নেতা-কর্মীর কাছে দেশপ্রেমের মূল প্রেরণা। তিনি আরো বলেন , বেগম খালেদা জিয়ার আদর্শ ও আপোষহীন সংগ্রামকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপিই দেশের নেতৃত্ব দিবে। বর্তমান রাজনৈতিক সংকট কাটিয়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দেশনেত্রীর দেখানো পথই একমাত্র সমাধান। 
তিনি উল্লে¬খ করেন, দলের প্রতিটি স্তরের নেতাকর্মী বেগম জিয়ার আপোষহীন নেতৃত্বের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের লক্ষ্যপূরণে কাজ করে যাচ্ছে। মূলত জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনাই এখন বিএনপি’র প্রধান অঙ্গীকার। সাবেক কাউন্সিলর : শেখ কামরুজ্জামান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এড. মাসুদ হোসেন রনি, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার। আরো উপস্থিত ছিলেন সাবেক প্রিন্সিপাল সাকেরা বানু, সমাজসেবক খান জাহাঙ্গীর, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, আসলাম হোসেন মোড়ল, জুলাই যোদ্ধা মোঃ মাহিদুল ইসলাম (সাঈদ)। এছাড়া দৌলতপুর থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

্্ট

আরও সংবদ