সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২০ জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২

খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী মঞ্জুর নির্বাচন পরিচালনায় ১৮টি উপ-কমিটি

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ২০ জানুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য সোমবার ১৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নির্বাচন পরিচালনা জন্য সোনাডাঙ্গা থানার ৭টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। 
কমিটিগুলোর মধ্যে সাংগঠনিক উপ-কমিটি : মাসুদ পারভেজ বাবুকে আহবায়ক, শরিফুল ইসলাম বাবুকে সদস্য সচিব এবং তাজিম বিশ^াস, জি এম তারেক ও সজিব তালুকদারকে যুগ্ম-আহবায়ক করে সাংগঠনিক উপ-কমিটি গঠন করা হয়েছে। 
ব্যবস্থাপনা উপ-কমিটি : শের আলম সান্টুকে আহবায়ক, আব্দুল আজিজ সুমনকে সদস্য সচিব ও শামিম আশরাফকে যুগ্ম-আহŸায়ক করে ব্যবস্থাপনা উপ-কমিটি গঠন করা হয়েছে।  
গণসংযোগ উপ-কমিটি : হাসানুর রশিদ মিরাজকে আহবায়ক, কামরান হাসানকে সদস্য সচিব, রিয়াজুর রহমান ও আল আমিন তালুকদার প্রিন্সকে যুগ্ম-আহবায়ক করে গণসংযোগ উপ-কমিটি গঠন করা হয়েছে। 
প্রচার উপ-কমিটি : একরামুল হক হেলালকে আহবায়ক, ইকবাল হোসেনকে সদস্য সচিব, নিয়াজ আহম্মেদ তুহিন ও মোহাম্মাদ আলীকে যুগ্ম-আহবায়ক করে প্রচার উপ-কমিটি গঠন করা হয়েছে। 
যোগাযোগ উপ-কমিটি : কাজী মোঃ রাশেদকে আহবায়ক, হাফিজুর রহমান মনিকে সদস্য সচিব, আব্দুল্লাহ আল মামুন ও শরিফুল ইসলাম সাগরকে যুগ্ম আহবায়ক করে যোগাযোগ উপ- কমিটি গঠন করা হয়েছে। 
সভা সমাবেশ আয়োজক উপ-কমিটি : তরিকুল ইসলাম জহিরকে আহবায়ক, আব্দুর রাজ্জাককে সদস্য সচিব, মিজান্জ্জুামান তাজ ও ফিরোজ আহম্মেদকে যুগ্ম-আহবায়ক করে সভা সমাবেশ আয়োজক উপ-কমিটি গঠন করা হয়েছে।  
প্রকাশনা উপ-কমিটি : ইউসুফ হারুন মজনুকে আহবায়ক, নাছির উদ্দিনকে সদস্য সচিব, মাহাবুব হোসেন, সাইমুন ইসলাম রাজ্জাক ও সিরাজুল ইসলাম বাবলুকে যুগ্ম-আহবায়ক করে প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়েছে। 
শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি : মাহাবুব হাসান পিয়ারুকে আহবায়ক, ইশতিয়াক আহম্মেদ ইস্তিকে সদস্য সচিব ও মাসুদ খান বাদলকে যুগ্ম-আহবায়ক করে শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে।  
ছাত্র বিষয়ক সেল : সৈয়দ ইমরানকে আহবায়ক ও রাজিবুল আলম বাপ্পিকে সদস্য সচিব করে ছাত্র বিষয়ক সেল গঠন করা হয়েছে। 
শ্রমিক বিষয়ক সেল : মজিবুর রহমানকে আহবায়ক, খাইরুল ইসলাম লালকে সদস্য সচিব, শফিকুল ইসলাম শফি, আলমগীর হোসেন আলম ও শামিম খানকে যুগ্ম আহবায়ক করে শ্রমিক বিষয়ক সেল গঠন করা হয়েছে। 
মহিলা বিষয়ক সেল : সৈয়দা নারগিস আলীকে আহবায়ক, মিসেস রেহানা আক্তারকে সদস্য সচিব, আজিজা খানম এলিজা, এড. হালিমা খাতুন ও মাজেদা খাতুনকে যুগ্ম-আহবায়ক করে মহিলা বিষয়ক সেল গঠন করা হয়েছে।   
পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটি : এএইচ এম মেহেদী হাসান দিপুকে আহবায়ক, এড. ওমর ফারুক বনিকে সদস্য সচিব, রবিউল ইসলাম বিপ্লব, মুসফিকুর রহমান ওভি ও রিফাত পারভেজ রাফিকে যুগ্ম-আহবায়ক করে পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটি গঠন করা হয়েছে। 
আইন সহায়তা উপ-কমিটি : এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. আকরাম হোসেন, এড. মনজুর আহম্মেদকে উপদেষ্টা, এড. গোলাম মওলাকে আহবায়ক, এড. আসাদুল আলমকে সদস্য সচিব, এড. মাসুদুর রহমান ও এড. রফিকুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে আইন সহায়তা উপ-কমিটি গঠন করা হয়েছে। 
স্বাস্থ্যসেবা উপ-কমিটি : ডাঃ আকরামুজ্জামানকে উপদেষ্টা, আবু সালেহ মোহাম্মাদ পলাশকে আহবায়ক ও ডাঃ এনামুল কবিরকে যুগ্ম-আহবায়ক করে স্বাস্থ্যসেবা উপ-কমিটি গঠন করা হয়েছে। 
দপ্তর উপ-কমিটি : শামসুজ্জামান চঞ্চলকে আহবায়ক ও শরিফুল ইসলাম টিপুকে সদস্য সচিব করে দপ্তর উপ-কমিটি গঠন করা হয়েছে।  
এছাড়া আনোয়ার হোসেন, মহিবুজ্জামান কচি ও মোস্তফা কামালকে প্রার্থীর-সহযোগী, মোঃ মিলনকে ম্যানেজার, ফরহাদ হোসেন ও কাশফিয়াকে সদস্য করে সোশ্যাল মিডিয়া এবং আল জামাল ভূঁইয়াকে সমন্বয়ক, মোল্লা মারুফ রশিদ, এড. হাফিজুর রহমান ও আজিজুর রহমান আজিজকে সদস্য করে বিএনপি’র নির্বাচনী পরিকল্পনা প্রচার সেল গঠন করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার ৭টি ওয়ার্ডে কমিটি নি¤œরূপ : 
১৬নং ওয়ার্ড :  উপদেষ্টা: সাদিকুর রহমান সবুজ ও সাজ্জাদ আহসান পরাগ। আহবায়ক: শেখ জামিরুল ইসলাম জামিল, যুগ্ম-আহবায়ক: মোঃ লাবু বিশ্বাস, খন্দকার আখিরুল ইসলাম, দাউদ খান, আমির হোসেন বাচ্চু, শেখ জাহিদুল ইসলাম খোকন, জাহিদুল ইসলাম (নূর নগর), মোল্লা মনির হোসেন (হামিদ নগর), মোঃ বাবুল হোসেন, পারভেজ মোড়ল, সদস্য সচিব:  মোঃ মোস্তফা কামাল। 
১৭নং ওয়ার্ড : আহবায়ক:  মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক: গাজী আসলাম আজাদ, গাজী মিজানুজ্জামান তাজ, মোঃ মুসা হোসেন খান, মোঃ হাজী আওয়াল, আলহাজ্ব ইকবাল হোসেন, ইয়াসিন  মোল্লাা,  মোঃ ইয়াজুল ইসলাম এ্যাপোলো, মোঃ স্বপন, মোঃ সোহেল খন্দকার ও মোঃ হাবিব খান।  সদস্য সচিব : মোঃ মেহেদী হাসান সোহাগ ও যুগ্ম সদস্য সচিব : সাইফুল ইসলাম বকসি। 
১৮নং ওয়ার্ড : আহবায়ক : শেখ শওকত হোসেন, যুগ্ম-আহবায়ক :  মোঃ মিজানুর রহমান মিজান,  মোঃ অহিদুজ্জামান হাওলাদার, মোঃ নাহিদ আল মামুন, মোঃ শফিকুল ইসলাম নিপুন, মাওলানা মুজিবর রহমান, মোঃ অহিদুজ্জামান শিমুল, মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ রাকিব ফেরদাউস শাহনেওয়াজ।  সদস্য সচিব : শেখ আব্দুল আলীম এবং যুগ্ম-সদস্য সচিব : মোঃ ইমরান হোসেন। 
১৯নং ওয়ার্ড : উপদেষ্টা: মোঃ আকরাম হোসেন খোকন ও মোঃ জামাল হোসেন, আহবায়ক: মোঃ আবিদ হোসেন, যুগ্ম-আহবায়ক: সরদার রবিউল ইসলাম রবি, শাহ্ জালাল আহম্মেদ, মুন্সি রেজাউল করিম রেজা, মোঃ মাহবুর রহমান রতন, গাজী নজরুল ইসলাম, মোবারক হোসেন বাচ্চু, শেখ আব্দুর রাজ্জাক, শাহিন হোসেন বাবু, শেখ মোস্তফা জামাল মিন্টু, ইকবাল হোসেন বাশি, আলহাজ্ব মীর মোহাম্মদ বাবু ও  মোঃ মনিরুজ্জামান মনির। সদস্য সচিব কাজী মিজানুর রহমান।
২০নং ওয়ার্ড : উপদেষ্টা: জালাল শরীফ ও আক্কাস মৃধা। প্রধান সমন্বয়কারী: ইকবাল হোসেন।   আহবায়ক: মোঃ ইকবাল হোসেন খোকন, যুগ্ম-আহবায়ক: মোঃ হাবিবুর রহমান হাবিব, আবুল ওয়ারা, মোঃ ফিরোজ মোল্লা, হারুনার রশিদ হাওলাদার, মোঃ শাকিল হোসেন, গোলাম নবী ডালু, মীর আবু বক্কর, মোঃ লিটু পাটোয়ারী, মীর মোসলেহ উদ্দিন বাবর, নূর মোহাম্মদ, মোঃ সুলতান আহমেদ, মোঃ সামছুর রহমান মানিক, মোঃ রানা, শেখ  মোঃ আসলাম ও  আবুল কালাম আসাদ। সদস্য সচিব মোঃ মহিউদ্দিন টারজান।
২৫নং ওয়ার্ড : উপদেষ্টা: কাজী মোঃ রাশেদ, সৈয়দ আসিফ ইকবাল লিটন ও সাইদ হাসান লাভলু, 
প্রধান সমন্বয়ক আনিছুর রহমান আরজু, আহবায়ক: নজরুল ইসলাম বাবু, যুগ্ম-আহবায়ক: একরামুল কবির মিল্টন, মোঃ নজরুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, শরিফুল ইসলাম বাবু, আহসান হাবিব বাবু, শরিফুল ইসলাম সাগর, মোঃ হুমায়ুন কবির, মহিদুল ইসলাম টুকু, ভিপি শামিম, শেখ মারুফুর রহমান, সদস্য সচিব: কামরুজ্জামান রুনু। 
২৬নং ওয়ার্ড : প্রধান সমন্বয়কারী: বদরুল আলম বাচ্চু মীর, আহবায়ক: মাহমুদ আলম বাবু মোড়ল, যুগ্ম-আহবায়ক: আরিফুল ইসলাম বিপ্লব, মোঃ আমিনুল ইসলাম বুলবুল, মিকাইল হোসেন বাবুল,  মোঃ আব্দুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মাহবুব হোসেন ও মোঃ মোস্তাফিজুর রহমান। সদস্য সচিব এস এম মনিরুল ইসলাম, যুগ্ম-সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ।

্্ট

আরও সংবদ