খুলনা | বুধবার | ২১ জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-এর উদ্যোগে এবং বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে রামপালের গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে একযোগে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
বিআইএফপিসিএল-এর প্রকল্প পরিচালক রামানাথ পূজারীর সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইএফপিসিএল-এর চিফ ফাইন্যান্স অফিসার ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জি এম তরিকুল ইসলামসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ ছাড়া জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন শীত মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে, অন্যদিকে স্থানীয় জনগণের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। ভবিষ্যতেও বিআইএফপিসিএল এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মানসম্মত কম্বল পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং এ মহতী উদ্যোগের জন্য বিআইএফপিসিএল কর্তৃপক্ষসহ জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উলেখ্য বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিআইএফপিসিএল নিয়মিতভাবে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে শিক্ষা উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, হুইলচেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ উলেখযোগ্য। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরে বিআইএফপিসিএল মোট ১৯ হাজার কম্বল বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে আরও ২ হাজার কম্বল বিতরণ করা হলো, যা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতিফলন।