খুলনা | বুধবার | ২১ জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২
সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির হোসেন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামের সড়কে এই ঘটনা ঘটে।নিহত মাহির হোসেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামের রবিউল গাজীর ছেলে। সে বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহির হোসেন তার বাবার মোটরসাইকেলে চড়ে স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি একটি মাটি ভর্তি ডাম্পারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাহির হোসেন গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ এক পল¬ী চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী অবৈধ ডাম্পারটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।