খুলনা | বুধবার | ২১ জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদুত (অবঃ) সুপ্রদীপ চাকমা।
নড়াইলের জেলা প্রশাসক ড. মোঃ আবদুল ছালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার, জেলা নির্বাচন অফিসার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না। এসময় বক্তারা বলেন, দেশের চাবি আপনার হাতে, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত¡াবধায়ক সরকার , নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারিদল ও বিরোধী দল এক সাথে কাজ করবে। যত মেয়াদই হোক একজন ১০ বছরেরর বেশী প্রধানমন্ত্রী থাকতে পারবে না। দেশের বিচার ব্যাবস্থা স্বাধীনভাবে কাজ করবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্য ভারসাম্য থ্কাবে সহ বিভিন্ন পয়েন্ট উলেখ করে হ্যা ভোটের পক্ষে প্রচারণা করেন।
প্রধান অতিথি পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অবঃ) সুপ্রদীপ চাকমা বলেন, আমি ভোট নিয়ে কথা বলতিছিনা, আমি গণভোট নিয়ে কথা বলতিছি, এই গণ ভোটটা হবে আনন্দের সাথে, উৎসাহের সাথে, কারণ এই গণ ভোটেই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, আমি কেমন বাংলাদেশ চাই। এই রাষ্ট্রটা আমি শুধু একদিনে ভোট দিয়ে পালন করে, রাষ্ট্রকে আমি গড়ে তুলতে পারবো না। সুতারাং আমার যেটা করতে হবে, আমি এই রাষ্ট্রকে কিভাবে দেখতে চাই, বাংলাদেশের বির্নিমাণ ভবিষ্যৎ কেমন হবে, আমরা সবাই মিলে একে একে এটা চিন্তা করবো। সব মিলিয়ে যে ১১টি বিষয় বা পয়েন্ট দেওয়া আছে, লেখা আছে, এর একটাই অর্থ, যে আমি হা ভোট দিবো। ডিসি এসপিসহ প্রশাসনকে এই রিকোয়েস্ট বা নির্দেশনা দিয়ে যাবো, ইলেকশনে যাবেন, ভোট দিবেন এবং গণভোট দিবেন দু’টাই করে যেন নিরাপদে বাসায় ফিরে আসতে পারেন এই নিশ্চয়তা উনাদের দিতে হবে। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক সমাজের প্রতিনিধি, ইমাম, পুরোহীতসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।