সময়ের খবর

খুলনা | বুধবার | ২১ জানুয়ারী ২০২৬ | ৭ মাঘ ১৪৩২

তালার গনেশপুরে পুলিশ পরিচয়ে ২ কোটি টাকা ডাকাতির অভিযোগ

তালা ও পাটকেলঘাটা প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ২১ জানুয়ারী ২০২৬


তালার খলিশখালী গনেশপুর গ্রামে পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের বাড়িতে পুলিশ পরিচয়ে গৃহে প্রবেশ করে প্রায় দুই কোটি টাকা ডাকাতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী হতবাক হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনসহ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন চেষ্টা চালাচ্ছে।  
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আফরোজা বেগম জানান সোমবার দিবাগত গভীর রাতে পাটকেলঘাটা উপজেলার খলিশখালী গনেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের বাড়িতে পরিবারের লোক ঘুমন্ত অবস্থায় কয়েক ব্যক্তি পুলিশ পরিচয় ঘরের দরজা খুলতে বলে। দরজা খুললে তারা বলে, তোমাদের বাড়িতে আওয়ামী লীগের লোক আছে এবং অস্ত্র আছে। কিছুই না পেয়ে আমাকে কথা বলতে নিষেধ করে ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকা নেয়। পরে জ্বালানি ঘরের মেটের ভেতর রাখা প্রায় ২ কোটি টাকা নিয়ে যায়। একপর্যায়ে একটি বাজি ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে নির্বিঘেœ পালিয়ে যায়।
ঘটনার পরপরই খবর পেয়ে খলিশখালী পুলিশ ক্যাম্পের এসআই ও পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটা ও তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরুল­াহ ঘটনাস্থল ঘুরে দেখেন।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, ডাকাতির বিষয়টি এখনো সন্দেহজনক মনে হচ্ছে। তিনি বলেন, এত বিপুল পরিমাণ টাকা বাড়িতে রাখায়-এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বিষয়টি গভীর ভাবে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চলছে।
 

্্ট

আরও সংবদ