খুলনা | বুধবার | ২১ জানুয়ারী ২০২৬ | ৮ মাঘ ১৪৩২
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি প্রতিশ্রুতি লঙ্ঘন করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি লঙ্ঘন করছেন। তিনি কড়াইলের বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি বাস্তবায়ন সম্ভব নয়। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ। তাহলে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করবে? তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি, অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি কেন?’
তিনি বলেন, ‘বিএনপির ফ্যামিলি কার্ডসহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন আছে। বর্তমান নির্বাচন কমিশনকে আমরা হুদা-রাকিব কমিশনের মতো আচরণ করছে বলে মনে করি। মিডিয়া দখল করা হয়েছে, অনেক মিডিয়া দলটির পক্ষে কাজ করছে। আমাদের প্রচারণায় সমান সুযোগ দেওয়া হচ্ছে না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে আমরা নির্বাচনি প্রচারণা চালাচ্ছি। আমাদের একটি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিলবোর্ড ছিল, যা সিটি করপোরেশন, বিএনপি ও ম্যাজিস্ট্রেট মিলে ভেঙে সরিয়ে দিয়েছে। প্রশাসন, সিটি করপোরেশন ও বিএনপি যেন একসঙ্গে মিশে একাকার হয়ে গেছে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক।’
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন।’
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। আমাদের নির্বাচনি এজেন্ডার মধ্যে ওসমান হাদির বিচার চাওয়া থাকবে। এছাড়া চাঁদাবাজি ও দখলদারের বিরুদ্ধেও আমাদের লড়াই চলমান থাকবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রাখুক, মানুষের ওপর ভরসা রাখুক, কোনো দলের কাছে মাথা বিক্রি করবে না। যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে জনগণ মনে করবে এই নির্বাচনে নিরপেক্ষতা নেই। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই—আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং আমরা সঠিক নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আজকে রিটার্নিং কর্মকর্তা একটি কথা বলেছেন যে প্রার্থীদের কোনো বক্তব্য আছে কি না। আমরা একটা বিষয় তার নজরে এনেছি। গতকাল দেখা গেছে একজন দলীয় প্রধান প্রকাশ্যে বলেছেন, আমি কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণ করে দেব। প্রতীক পাওয়ার আগেই এই প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনি বিধান ও আইনের লঙ্ঘন। কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা মনে করি, এটি জনগণের জন্য সতর্কবার্তা। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষা করতে কমিশনকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে।’
শাপলা কলি প্রতীক পাওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর এই মন্তব্যে নির্বাচনি প্রচারণা, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমাদের নির্বাচনি অ্যাজেন্ডায় ওসমান হাদির বিচার চাওয়া, চাঁদাবাজি বন্ধ এবং দখলদারের বিরুদ্ধে লড়াই চালানো থাকবে। জনগণের আস্থা রক্ষা করতে, নির্বাচন কমিশনকে মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং কোনো রাজনৈতিক দলের কাছে মাথা বিক্রি করা চলবে না।