সময়ের খবর

খুলনা | বুধবার | ২১ জানুয়ারী ২০২৬ | ৮ মাঘ ১৪৩২

শ্রীলঙ্কাকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৪৫ পি.এম | ২১ জানুয়ারী ২০২৬


থাইল্যান্ডে চলমান সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৬–৩ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বাংলাদেশ। বুধবারের ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকার দু’টি করে গোল করে জয়ে বড় ভূমিকা রাখেন।

চার ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এখন ১০ পয়েন্ট, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত।

স্কোরলাইন বড় হলেও ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য সহজ ছিল না। কোচ সাইয়েদ খোদারাহমির দল প্রথম ১৫ মিনিটেই ২–০ গোলে পিছিয়ে পড়ে। শপনা আক্তার জিলির নিচু মানের গোলকিপিংয়ে ভুগতে হয় বাংলাদেশকে, যদিও বল দখলে তারা এগিয়েই ছিল।

এমন চাপের মুহূর্তে আবারও দলের ভরসা হয়ে ওঠেন সাবিনা ও কৃষ্ণা। দুজনের বোঝাপড়া ও নৈপুণ্যে ম্যাচে ফেরে বাংলাদেশ। বিরতির আগেই কৃষ্ণার দুটি অ্যাসিস্ট থেকে সাবিনা দুটি গোল করে সমতায় ফেরান দলকে।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য দেখায় বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকার করেন আরও দুটি গোল। এ ছাড়া মাতসুশিমা সুমাইয়া ও মাসুরা পারভীন একটি করে গোল যোগ করলে জয় নিশ্চিত হয়ে যায়।

শ্রীলঙ্কার হয়ে শেষ মুহূর্তে ইমেশা কানকানামলাগে একটি সান্ত্বনার গোল করেন। ম্যাচের প্রথমার্ধে শানু পাস্কারানের গোলের পর ইমেশাই করেছিলেন শ্রীলঙ্কার দ্বিতীয় গোল।

্্ট

আরও সংবদ