সময়ের খবর

খুলনা | শুক্রবার | ২৩ জানুয়ারী ২০২৬ | ১০ মাঘ ১৪৩২

গাজার বোর্ড অব পিসে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু

খবর প্রতিবেদন |
০৫:৫৯ পি.এম | ২১ জানুয়ারী ২০২৬


গাজায় যুদ্ধ বন্ধ ও বিশ্বের অন্যান্য দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন দখলদার রাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরার।

এই বোর্ড অব পিসের আজীবন বা অনির্দিষ্টকালের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প বলেছেন, যেসব দেশ ১ বিলিয়ন ডলার করে দেবে তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হতে পারবেন।

এদিকে কূটনীতিকরা সতর্কতা দিয়েছেন ট্রাম্পের এই সংগঠন জাতিসংঘের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। ট্রাম্প নিজেও জানিয়েছেন হয়ত জাতিসংঘের স্থলাভিষিক্তে হবে বোর্ড অব পিস।

এখন পর্যন্ত এতে যোগ দিয়েছে আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম। সর্বশেষ ইসরায়েল এতে যোগ দিচ্ছে।

ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এছাড়া, গত বছরের নভেম্বরে গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু এবং তার সরকারের বেশ কয়েকজন কট্টরপন্থী শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

এমতাবস্থায় ট্রাম্পের কথিত শান্তি বোর্ডে নেতানিয়াহুর মতো যুদ্ধাপরাধীকে স্থান দেওয়াকে অনেকেই ভিন্ন চোখে দেখছেন।

্্ট

আরও সংবদ