সময়ের খবর

খুলনা | বৃহস্পতিবার | ২২ জানুয়ারী ২০২৬ | ৯ মাঘ ১৪৩২

বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সেলিম পেয়েছেন ঘোড়া, মাসুদ

ফুটবল চিতলমারী প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ২২ জানুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বাগেরহাট-১ আসনসহ জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ এইচ সেলিম নিয়েছেন ঘোড়া প্রতিক। বাগেরহাট-১ আসনের অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুদ রানা পেয়েছেন ফুটবল প্রতিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বাগেরহাট-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জনের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম ঘোড়া এবং জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিক পেয়েছেন। এছাড়া বিএনপি’র প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি‘র স, ম, গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হকের মাঝে আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে প্রতিক বরাদ্দের সময় পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মুহাম্মদ আনছার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। স্বতন্ত্র প্রার্থী এমএ এইচ সেলিম বাগেরহাট-২ ও ৩ আসনেও ঘোড়া প্রতিক নিয়েছেন। 

্্ট

আরও সংবদ