সময়ের খবর

খুলনা | বৃহস্পতিবার | ২২ জানুয়ারী ২০২৬ | ৯ মাঘ ১৪৩২

খাস জমি দেয়ার নামে অর্থ আত্মসাৎ

বটিয়াঘাটা ইউএনও অফিসের সুজন কুমারের বিরুদ্ধে ডিসি অফিসে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
১২:১৯ এ.এম | ২২ জানুয়ারী ২০২৬


সরকারি খাস জমি বরাদ্দ দেয়ার নামে তিন লাখ সত্তর হাজার টাকা আত্মসাৎ করার ঘটনায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের পেশকার সুজন কুমার পালের বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দায়ের হয়েছে।  
অভিযোগ সূত্রে জানা যায়, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল ইসলাম সেখের ছেলে মোঃ আব্দুর রউফ’র সাথে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের পেশকার সুজন কুমার পালের ২০২৩ সালের ২৮ আগস্ট পরিচয় হয়। পরিচয়ের পর সুজন কুমার মুক্তিযোদ্ধা পরিবারের নামে বটিয়াঘাটায় সরকারি দুই একর খাস জমি রউফের নামে বরাদ্দ পাইয়ে দেয়ার আশ্বাস দেয় এবং বলে এ কাজের জন্য তাকে ৫ লাখ টাকা দিতে হবে। প্রস্তাবটি গ্রহণ করে রউফ সুজন কুমারকে ধার-দেনা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। এ সময় সুজন কুমার কৌশলে উক্ত টাকা তিনশত টাকার স্ট্যাম্পে লোন হিসেবে গ্রহণ করেন। টাকা নেয়ার পর থেকে জমি বরাদ্দ না দিয়ে নানাভাবে হয়রানি করতে থাকে সুজন কুমার। তিন বছর ঘুরে উপায়ন্ত না দেখে অবশেষে অতি কষ্টের টাকা ফিরে পেতে পেশকার সুজন কুমার পালের বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন মরহুম বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আব্দুর রউফ। 
অর্থ আত্মসাতের বিষয়টি জানতে পেশকার সুজন কুমার পালের মুঠোফোনে (০১৯১১-২৩৪৪০০) দু’বার কল দিলেও তিনি রিসিভ করেননি। তৃতীয়বার কল রিসিভ করে তিনি বলেন, অভিযোগের ব্যাপারে ডিসি অফিস থেকে এখনও তাকে কিছু জানাইনি। তার কাছে রউফ নামের কেউ টাকা পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ফোনে বলা যাবে না। এর পর তিনি ফোন কল কেটে দেন।     
 

্্ট

আরও সংবদ