খুলনা | বৃহস্পতিবার | ২২ জানুয়ারী ২০২৬ | ৯ মাঘ ১৪৩২
বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। গতকাল বুধবার রাতে শহরের পুরাতন বাজারস্থ নিজ বাসভবনে মতবিনিময় করেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্র“য়ারি নির্বাচন বিষয়ে তার প্রাপ্ত প্রতিক ঘোড়া প্রতীকের প্রচারণার ব্যাপারে নানা পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাব সভাপতি আবু সাইদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদুল হক, সাংবাদিক ইয়ামিন আলী, শওকত আলী বাবু, আমিরুল হক বাবুসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীর উপস্থিত ছিলেন।
সেলিম বলেন, বাগেরহাটবাসী চেয়েছে তাই প্রার্থী হয়েছি। তিনটি আসনেই তার বিজয় হবে। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আমার চাহিদা অনুযায়ী ৩টি আসনেই ঘোড়া প্রতিক বরাদ্দ দিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমরা প্রচার-প্রচারণা চালাব। ইনশাআল¬াহ তিনটি আসনেই ঘোড়া প্রতিকের বিজয় হবে।