খুলনা | বৃহস্পতিবার | ২২ জানুয়ারী ২০২৬ | ৯ মাঘ ১৪৩২
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দু’টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দু’টি শটগান গোলা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
গোয়েন্দা তথ্যে জানা যায়, কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র স্থানান্তরের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল¬াশিকালে বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় ও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দু’টি ৭০ মিলিমিটার সুপার ম্যাগনাম শটগান গোলা উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নির্বাচন সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে