সময়ের খবর

খুলনা | শুক্রবার | ২৩ জানুয়ারী ২০২৬ | ১০ মাঘ ১৪৩২

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫৪ এ.এম | ২৩ জানুয়ারী ২০২৬


সাতক্ষীরায় দ্রুত গতির একটি ট্রলির ধাক্কায় আব্দুর রশিদ গাইন (৬৫) নামে এক বাইসাইকেল চালক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার  সকালে সদর উপজেলাধীন সাতক্ষীরা-ব্যাংকদহা সড়কের গাভা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ গাইন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামের মৃত নফেল উদ্দিন গাইনের ছেলে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বৃদ্ধ আব্দুর রশিদ বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে গাভা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৯টার দিকে সদর উজেলাধীন সাতক্ষীরা-ব্যাংকদহা সড়কের গাভা বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি  ট্রলির তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় আব্দুর রশিদ।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

্্ট

আরও সংবদ