খুলনা | শুক্রবার | ২৩ জানুয়ারী ২০২৬ | ১০ মাঘ ১৪৩২
বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তিন দফা দাবিতে নড়াইল নার্সিং কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুন ও ইন্সটেক্টর রেক্সনা পারভিনকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও অবরোধ করে। এ সময় ইন্সটেক্টর রেক্সনা পারভিন ও অধ্যক্ষ আফরোজা খাতুনকে তার রুমে প্রায় ৩ঘন্টা অবরোধ করে রাখে এবং তাদের দিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর সম্পাদন করে নেয়। একই সাথে তাদের অনৈতিক সকল কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থী সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আফরোজা খাতুন (সংযুক্তি) ও নার্সিং ইন্সটেক্টর রেক্সনা পারভিন বিভিন্ন সময়ে নানা অজুহাতে শিক্ষার্থীদের নিকট থেকে অর্থআদায়, অশ্লীল ভাষায় গালিগালাজ ও খারাপ ব্যবহার, ডিজিএমএন কর্তৃক সকল অর্থ আত্মসাৎ, ফরমেটিভ মার্কের ভয় দেখিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেওয়া, জীবন নাশের হুমকি প্রদানসহ বিভিন্ন ধরনের হেনস্থা করে আসছে।
অধ্যক্ষ আফরোজা খাতুন শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা মিথ্যা বানোয়াট অভিযোগ করছে, তদন্ত করলে তাদের সব অভিযোগ ভুল প্রমাণিত হবে। আমি মহান সৃষ্টিকর্তার ওপর এই ঘটনার বিচার ভার তুলে দিলাম।’
নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওলি মিয়া জানান, অবরুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উলেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নড়াইল নার্সিং কলেজ যাত্রা শুরু হয়। বর্তমানে এখানে ১৪৬ জন শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের মধ্য ১৩২ জন ছাত্রী এবং ১৪ জন ছাত্র। অধ্যক্ষ আফরোজা খাতুন (সংযুক্তি) শুরু থেকে দায়িত্ব পালন করে আসছেন। তার এই অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন, পুলিশ সুপার, সিভিল সার্জন ও কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।