সময়ের খবর

খুলনা | শুক্রবার | ২৩ জানুয়ারী ২০২৬ | ১০ মাঘ ১৪৩২

জুলাই আন্দোলনে শহীদ আলিফের কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী সেলিম

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৫৭ এ.এম | ২৩ জানুয়ারী ২০২৬


জুলাই আন্দোলনে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেছেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেন তিনি। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম বলেন, জুলাই আন্দোলনে শহীদ আলিফ আহমেদ সিয়াম দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী সংগ্রামের এক সাহসী প্রতীক। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, বাগেরহাটে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৯ জনের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। এম এ এইচ সেলিম বলেন, শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন। শহীদ হওয়ার পর তিনি শহীদের বাবাকে এক লাখ টাকা সম্মাননা দিয়েছেন বলেও উলে­খ করেন। তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কখনো ভুলতে পারি না। তারা দ্বিতীয়বার দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, শহীদের বাবা, স্বজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
 

্্ট

আরও সংবদ