খুলনা | রবিবার | ২৫ জানুয়ারী ২০২৬ | ১১ মাঘ ১৪৩২
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না গিয়ে অন্য দেশে খেলতে চায় বাংলাদেশ। এই দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাদের অবস্থান জানিয়েছে।
বিসিবি চাইছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা হোক। এ কারণে বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)-তে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ বিষয়ে আইসিসিকে আরেকটি চিঠি পাঠিয়েছে বিসিবি।
ডিআরসি হলো আইসিসির একটি স্বাধীন সালিশি সংস্থা। আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড় বা কর্মকর্তাদের মধ্যে কোনো বিরোধ তৈরি হলে এই কমিটি তা নিষ্পত্তি করে। সাধারণত সব অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই কমিটি হস্তক্ষেপ করে। বিসিবির আশা, আইসিসি তাদের অনুরোধ গ্রহণ করে বিষয়টি ডিআরসিতে পাঠাবে।
এর আগে বুধবার বোর্ড সভার পর আইসিসি ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ করে দেয় এবং টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে, বাংলাদেশ দল ভারতে যাবে কি না সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময় বেঁধে দেয় আইসিসি।
আইসিসির এই সিদ্ধান্তের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড তাদের চেষ্টা চালিয়ে যাবে। তিনি জানান, শ্রীলঙ্কায় খেলার দাবিতে তারা এখনও আশাবাদী এবং হাল ছাড়ছে না বিসিবি।