খুলনা | শনিবার | ২৪ জানুয়ারী ২০২৬ | ১১ মাঘ ১৪৩২
ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিএনপি পার্টি অফিসের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনার দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আজ শনিবার (২৪ জানুয়ারী) বিকেল ৪টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার পর কেরানীগঞ্জ হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিএনপির কার্যালয়ের সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। তার স্বজনরা জানায়, স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে তাকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, আমার ভাই হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক। কিন্তু তার সঙ্গে কারও বিরোধ নাই। রাতে জগন্নাথপুরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনি কাজ শেষে একই এলাকায় একটি ওয়াজ মাহফিলে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌছামাত্র দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আজকে (শনিবার) বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আগামীকাল রোববার ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি জানান, বিএনপির এ নেতাকে গুলিবিদ্ধের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কোনো গ্রেফতার নেই।