খুলনা | সোমবার | ২৬ জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২
জামায়াতের সঙ্গে ঐক্য ভেঙে যাওয়া নিয়ে মুখ খুললেন চরমোনাই পীর
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য ভেঙে যাওয়া নিয়ে মুখ খুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, একটি দল চক্রান্তের জাল ফেলে আমাদের একা করতে চেয়েছিল। এখন তারা নিজেরাই একা হয়ে গেছে। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও ছনবাড়ি বাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সিগঞ্জ-১ ও ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জামায়াতের সঙ্গে সমঝোতা না হওয়ার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘অস্পষ্ট নীতি-আদর্শে দেশ চলতে পারে না। আমরা ইসলামের পক্ষে ওয়ান বক্স পলিসির কথা বলেছিলাম। সেই নীতি এখনো বিদ্যমান। একমাত্র আমরাই ইসলামের কথা বলছি। আর কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে না।’জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দল চক্রান্তের জাল বিস্তার করে আমাদের একা করতে চেয়েছিল। কিন্তু তারাই বস্তুত একা হয়ে গেছে। দেশের ধর্মপ্রাণ মানুষ ও উলামায়ে কেরাম আমাদের সাথে আছে। আলাহ আমাদের সাথে আছে।’
গত ৫৫ বছরে ব্যক্তি ও দলের উন্নয়ন হয়েছে, কিন্তু দেশ-জাতির কোনো কল্যাণ হয়নি দাবি করে চরমোনাই পীর বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশকে নতুন করে গড়ার একটি সুযোগ নিয়ে এসেছে। অতীতে দেশ পরিচালনায় বারংবার যারা ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের নতুন করে দায়িত্ব দেওয়ার সুযোগ নাই। বরং নতুন বাংলাদেশ গড়তে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হাতপাখায় ভোট দিন। আমি কথা দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে জনগণের টাকা কারো পকেটে যাবে না। দুর্নীতি হবে না। টাকা পাচার হবে না। সন্ত্রাস থাকবে না ইনশাআলাহ।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘আমরা ১৯৮৭ সাল থেকে মানুষের কল্যাণে রাজনীতি করে যাচ্ছি। কোনো ধরনের লোভ-লালসার বশবর্তী হয়ে নীতি বিসর্জন দেই নাই। কিন্তু কেউ কেউ ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে নানারকম গোপন বৈঠক করছে। এসব করে কোনো লাভ হবে না। এই রাষ্ট্র এই দেশের জনগণই গড়বে অন্য কেউ নয়। তাই দেশের কল্যাণ চাইলে, দ্বীন প্রতিষ্ঠা করতে চাইলে এবং জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে চাইলে হাতপাখায় ভোট দিন।’
মুন্সিগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন দলের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং মুন্সিগঞ্জ-২ আসনে হাতপাখা প্রতীকে লড়ছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি কে এম বিলাহ হোসেন।