সময়ের খবর

খুলনা | সোমবার | ২৬ জানুয়ারী ২০২৬ | ১৩ মাঘ ১৪৩২

ডুমুরিয়ায় প্রতারক চক্রের খপ্পরে সৌদি প্রবাসী, ৭ লক্ষ টাকা খোঁয়া

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ২৬ জানুয়ারী ২০২৬


ডুমুরিয়ায় সৌদি রিয়াল কিনতে এসে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৭ লক্ষ টাকা খুঁইয়েছেন এক সৌদি প্রবাসী। রোববার দুপুরে ডুমুরিয়া বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদরের মৃত আব্দুল হাই শেখের ছেলে সৌদি প্রবাসী আজিজুল ইসলাম শেখ আড়াই মাস হলো ছুটিতে বাড়ি আসেন। গত ১৫ জানুয়ারি খুলনা শিরোমণি চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রতারক চক্রের এক অজ্ঞাত সদস্যের সাথে তার পরিচয় হয়। এরপর ওই প্রতারক তাকে ৭ লক্ষ টাকার বিনিময়ে ৫০ হাজার সৌদি রিয়াল দেবে মর্মে উভয়েই একমত হয়। যেমনি কথা তেমনি কাজ, গতকাল দুপুরে ওই প্রবাসী তার স্ত্রী, ছেলে ও শ্যালককে সাথে নিয়ে প্রাইভেট কার যোগে প্রতারক চক্রের দেয়া ঠিকানায় ডুমুরিয়ায় আসেন। একপর্যায়ে তাদেরকে ডুমুরিয়া বড় বাজার এলাকায় নিয়ে চক্রের ৩ সদস্য মিলে ৭ লক্ষ টাকা বুঝে নেয় এবং কাগজের ব্যান্ডেল বিশিষ্ট ৫০ হাজার সৌদি রিয়াল তাদের হাতে তুলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে  কাগজ বিশিষ্ট ভুয়া ব্যান্ডেল টের পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারটি। ততক্ষণে ওই চক্র চম্পট। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

্্ট

আরও সংবদ