সময়ের খবর

খুলনা | মঙ্গলবার | ২৭ জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২

ফকিরহাটে পান বরজে অগ্নিকান্ড ৩০ লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাট প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ২৭ জানুয়ারী ২০২৬


ফকিরহাটে পানের বরজে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা দিয়াপাড়া এলাকার পানচাষি শেখ খায়রুল বাসারের পানের বরজে এ ঘটনা ঘটে। পানচাষি ও স্থানীয়রা পানি ছিটিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে সব পুড়ে গেছে। আগুন নেভাতে যেয়ে ২/৩ জন আহত হয়। পুলিশ ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
পান চাষি মোঃ খায়রুল বাসার বলেন, তিনি বিদেশ থেকে বাড়িতে এসে দুই বিঘা জমির উপর পানের বরজ করেন। হাইব্রিড জাতের পান চাষে অধিক মুনাফা হবে বলে তিনি এ ফসল উৎপাদনে আগ্রহী হয়েছিলেন এবং তার পান বরাজে ৫/৬ জন শ্রমিক নিয়োজিত ছিলো। উক্ত ঘটনায় তারা নির্বাক হয়ে পড়েছেন। শত্র“তামূলক ভাবে কেউ এ ঘটনা ঘটাতে পারেন বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন জানান খবর পেয়ে উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ তোহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষি অফিস থেকে যতটা সম্ভব তাকে সহযোগিতা করা হবে বলে জানান।  
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পান চাষি থানায় একটি লিখিত অভিযোগে করেছেন। কিভাবে ওই পানের বরজে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
 

্্ট

আরও সংবদ