খুলনা | মঙ্গলবার | ২৭ জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হলো অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ¯িপ্রং-২০২৬। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, প্রক্টর শাকিল আহমেদ, অর্থনীতি বিভাগের প্রধান তানবীর হোসেন, নবাগত শিক্ষার্থীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে অর্থনীতি বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ২০১২ সালে যাত্রা শুরু করলেও একাডেমিক কার্যক্রম শুরু করে ২০১৩ সাল থেকে। এদিকে এ শিক্ষাবর্ষে প্রথম বারের মতো শিক্ষার্থী ভর্তির মধ্যদিয়ে অর্থনীতি বিভাগের পাঠদান শুরু হলো।