সময়ের খবর

খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৪ মাঘ ১৪৩২

চলতি সপ্তাহেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

খবর প্রতিবেদন |
০৬:৩৬ পি.এম | ২৭ জানুয়ারী ২০২৬


চলতি সপ্তাহেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এ হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

তারা বলেছেন, হামলা এ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সময় আবার পরিবর্তনও হতে পারে।

তবে ইরানে হামলা চালালে দেশটির পাল্টা হামলা কেমন হবে সেটি নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। ওই কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প প্রশাসনের মধ্যে যে আলোচনা চলছে সেটি এখন অনেকটাই ‘উত্তপ্ত’।

ইরানে গত মাসের শেষ দিকে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। যা কঠোরভাবে দমন করে দেশটির সরকার। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের হত্যার অজুহাতে ইরানে হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

ইরান যখন বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসে তখন বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান ‘নিয়ন্ত্রণ’ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি দুইদিন পরই আবার বলেন, সরকার বিক্ষোভকারীদের আর হত্যা করছে না। যা নির্দেশ করেছিল ট্রাম্প হামলার পরিকল্পনা বাদ দিয়েছেন।

তবে অনেকে বলেছিলেন ইরানে হামলার আগে পরিকল্পনা আড়াল রাখতে তিনি এমন মন্তব্য করেছিলেন। যদিও কেউ কেউ আবার বলেছেন ট্রাম্প সত্যিই হামলা ইচ্ছা থেকে সরে গেছেন।

ইরানে চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে সৌদি আরব, কাতার এবং ওমান। এ তিনটি দেশ ইরানে সরাসরি হামলার বিরোধীতা করে।

মার্কিন একটি সূত্র মিডেল ইস্ট আইকে অবশ্য জানিয়েছেন, ওই সময় হামলা না চালানো ছিল ‘সাময়িক’। দেশটির একটি গোয়েন্দা সূত্র জানিয়েছেন, ট্রাম্প এখনো ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা বাদ দেননি।
সূত্র: মিডেল ইস্ট আই

্্ট

আরও সংবদ