খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২
খুলনা-৩ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত মই প্রতীকের প্রার্থী জনার্দন দত্ত নান্টু ২৭ জানুয়ারি বিকেল ৫টা থেকে খালিশপুর থানাধীন বাস্তুহারা কলোনীসহ ৯নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন বাসদ জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ হাসান, শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, সদস্য খাদিজা আক্তার, মোঃ ইউনুস, ফিরোজ মোলা, মোঃ মহসিন, ইলিয়াস হোসেন, নাজু খাতুন, রিজিয়া বেগম, যুবনেতা দেলোয়ার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা সৌরভ মন্ডল, ইয়াসিন বাবু প্রমুখ।
গণসংযোগকালে জনার্দন দত্ত নান্টু পুনর্বাসন ছাড়া হকার ও বস্তি উচ্ছেদ বন্ধ করা, ব্যাটারীচালিত রিকশা ও ইজিবাইকের জন্য নীতিমালা করে বিআরটিএ’র মাধ্যমে লাইসেন্স দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে নির্বাচিত হলে হকারদের জন্য যথাযথ ভেন্ডর আইন প্রণয়ন করার জন্য সংসদে কাজ করার প্রতিশ্র“তি দেন। তিনি বলেন, শ্রমিকদের জন্য রেশন, শিল্পাঞ্চলে আবাসনের ব্যবস্থা করা হবে। তিনি বস্তি উচ্ছেদ বন্ধ করে খাস জমিতে বহুতল ভবন নির্মাণ করে বস্তিবাসীসহ স্বল্প আয়ের মানুষদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য সংসদে আইন প্রণয়ন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নিবেন। তিনি আরও বলেন, খালিশপুর শিল্পাঞ্চলের পুরানো পরিচয় ফিরিয়ে আনতে রাষ্ট্রায়ত্ত পাটকল, নিউজ প্রিন্ট, হার্ডবোর্ডসহ খুলনার বন্ধ সকল মিল রাষ্ট্রীয় মালিকানায় চালু করতে সংসদে আইন পাস করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেয়া হবে।