খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোঃ রাইয়ান মলিক (৫) নামে ওই শিশুটির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার গভীর রাতে আতরখালী গ্রামে একটি গোয়ালঘরে রাখা খড়ের স্তূপের ভেতরে তার মরদেহ পাওয়া যায়।
রাইয়ান আতরখালী গ্রামের বাসিন্দা প্রবাসী রাসেল মলিকের সন্তান এবং স্থানীয় একটি নূরানী কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিল। স্থানীয়দের বরাতে জানা যায়, গত শনিবার দুপুরে শিশুটি হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ভান্ডারিয়া থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের পর পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা এলাকায় তলাশি চালায়। অনুসন্ধানের এক পর্যায়ে শিশুটির মরদেহ উদ্ধার হয়।
নিহতের পরিবার অভিযোগ করেছে, পারিবারিক বিরোধের জেরে ঘনিষ্ঠ স্বজনরাই শিশুটির মৃত্যুর জন্য দায়ী। অভিযুক্তদের মধ্যে শিশুটির এক চাচা, তার স্ত্রী ও চাচাতো ভাইয়ের নাম উলেখ করা হয়েছে। ঘটনার পর নিহত শিশুর মা তন্নী আক্তার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয়রা।