খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের অফদার মোড় এলাকায় ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মারিয়া ওই গ্রামের ইমন সিকদারের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। ঘটনার পর ইজিবাইক চালক গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারিয়াকে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১২টা ১৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এ ঘটনায় ঘাতক ইজিবাইকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রূপসা থানায় রয়েছে।