খুলনা | বুধবার | ২৮ জানুয়ারী ২০২৬ | ১৫ মাঘ ১৪৩২
খুলনা-২ ও ৩ আসনে প্রচারণাকালে তুহিন
খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরাই আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতেই এসব চক্রান্ত চলছে।
মঙ্গলবার সকালে খুলনা-২ আসনের নিরালা মোড় থেকে শুরু হয়ে আমতলা, ময়লাপোতা ও ইকবালনগর এলাকায় এবং বিকেলে খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন রায়ের মহল, খ্রিস্টান পাড়া, ব্যাংক কলোনি, মুন্সিপাড়া উত্তরপাড়া ও আংশিক পূর্বপাড়ায় ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম তুহিন বলেন, “বিএনপি সব সময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিগত ১৭ বছর ধরে বিএনপি’র নেতাকর্মীরা নির্যাতন, গুম ও হত্যার শিকার হলেও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি। আজ যখন জনগণ আবার ভোটের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পাচ্ছে, তখনই পরাজিত শক্তিরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে নেমেছে।” তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় জনগণের ভোটাধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। বর্তমান নেতৃত্বেও সেই আদর্শ অব্যাহত রয়েছে। কোনো ষড়যন্ত্রই জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল ভয়ভীতি ও ষড়যন্ত্র উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে হবে এবং ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণই হবে সকল ষড়যন্ত্রের জবাব। প্রচারণাকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানান।
খুলনা-২ আসন: মঙ্গলবার সকাল ১০টায় খুলনা-২ আসন ধানের শীষের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনির নেতৃত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবির এবং সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি। এ সময় আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, মোঃ নাসির উদ্দিন, শরিফুল ইসলাম টিপু, জিয়াউর রহমান খান আপন, মাহমুদ আলম বাবু মোড়ল, আব্দুল আলীম, মাসুদুল হক হারুন, বায়েজিদ হোসেন, কাজী মিজানুর রহমান, আরিফুল ইসলাম বিপ্লব, জি এম মঈন উদ্দিন, ঢালি মো: সালাউদ্দিন, আহসান হাবিব বাবু, মিজানুর রশিদ মিজান, জামির হোসেন দিপু, শেখ সরোয়ার হোসেন, কাদের মল্লিক, ডাঃ শাহিন আহসান, বক্কার মীর, শেখ মনিরুল ইসলাম, শ্রমিক দল নেতা সিদ্দিকুর রহমান, সৈয়দ নাদিম আশফাক, হেলাল ফারাজি, মামুনুর রশিদ, মোল্লা মিজান, আমিন শেখ, হাসিব, আরিফ, ওলিয়ার, নিঝুম, শাহিন মল্লিক রাজু, টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা-৩: বিকেল ৪ ঘটিকায় রায়ের মহল বাজার হতে শুরু হয়ে রায়ের মহল সন্ধ্যা বাজার, খ্রিস্টানপাড়া, ব্যাংক কলোনি, মুন্সিপাড়া উত্তরপাড়া, আংশিক পূর্বপাড়া জনসংযোগ করে বড় মসজিদের সামনে সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মাসুদ পারভেজ বাবু, এড. মোহাম্মদ আলী বাবু, হাফিজুর রহমান মনি, হাবিবুর রহমান বিশ্বাস, সাঈদ হাসান লাভলু, এম এ জলিল, শেখ জাফিরুল ইসলাম জাফির, জাকির ইকবাল বাপ্পি, হায়দার আলী তরফদার , কাজী আব্দুল জলিল, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মিতা কাদেরী, মিসেস মনি, কাজরী বেগম, নুরুল ইসলাম নুরু , শাকির উল্লাহ তুহিন, আমিনুল ইসলাম বাবু, শেখ মিজানুর রহমান, মুন্সি আকবর আলী মুরাদ, শেখ সোহেল, আয়নুল আবেদীন মারুফ, ওজিয়ার রহমান মানিক, আহসান হাবিব বাপ্পি, খান ফিরোজ আহমেদ, সৈয়দ তানভীর আহমেদ, মঈনুল ইসলাম চয়ন, আশরাফুল ইসলাম সেতু, আসাদুজ্জামান দ্বিন, হুমায়ূন কবির, আক্কাস আলী, শেখ আশরাফুল ইসলাম রাজন, শেখ আরাফাত হোসেন, রাজিব ভূঁইয়া প্রমুখ।